রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সরকারকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন কেমন হবে জানি না। আপনারা সব সিটে হারলেও সরকার পরিবর্তন হবে না। সাহস থাকলে ক্ষমতা ছেড়ে একবার নির্বাচন দিয়ে দেখুন কী অবস্থা হয়। জানি আপনাদের সেই সাহস নেই।’
মঙ্গলবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা মহানগর (দক্ষিণ) জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘আমি ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়েছিলাম। জানতাম আমি জননিন্দিত নই, কারও ক্ষতি করিনি। জনগণের প্রতি এই আস্থা ছিল বলেই তা করতে পেরেছিলাম। নির্বাচনে ৩৫টি আসন পেয়েছিলাম। কিন্তু আজ যারা ক্ষমতায় তারা কি সেটি করতে পারবে?’
জাপা চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। সেই গণতন্ত্র আমরা পাইনি। দেশের মানুষ আজ কথা বলার সাহস পায় না, ভয়ভীতির কারণে বুদ্ধিজীবিরা চুপ, সাংবাদিকরা লিখতে পারেন না-এটা কী গণতন্ত্রের স্বরূপ?’
তিনি বলেন, আমার সময় ছয়জন মানুষ মারা গিয়েছিলেন। নূর হোসেনে পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক। এটা তো সে লিখেনি, কারা লিখেছিল। তারাই লিখেছিল যারা একটি লাশ চেয়েছিল। আবার কখনও ক্ষমতায় গেলে তাদের খুঁজে বের করে কাঠগড়ায় দাঁড় করাবো।