শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দিরাইয়ে পৌরসভার ব্রিজ সংলগ্ন একটি তুলা ও মিষ্টির কারখানা অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। জানা যায়, দিরাই বাজারের ব্রিজ সংলগ্ন হোটেল ফাইভ স্টারের পিছনের গলিতে বিশিষ্ট বেডিং ব্যবসায়ি মোঃ ফারুক মিয়ার তুলা ও তার পাশের পাণ্ডব নাথের মিষ্টির দোকানের কারখানা ছিল। হঠাৎ লোকজন সেখানে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে সঙ্গে সঙ্গে মানুষ জড়ো হয়ে যায় এবং আগুন নেভাতে শুরু করে। তবে কিভাবে আগুন লেগেছে, তার সঠিক কেউ বলতে না পারলেও অনেকেই মনে করছেন মিষ্টির চুলা থেকে লেগেছে। আবার অনেকে বলেছেন সেখানে বাজারে বিক্রির জন্য গ্যাস লাইটের সিলিন্ডারও ছিল। ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত বিদ্যুতের সর্টসার্কিট থেকে হতে পারে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এর পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা যায়নি। এ ঘটনার পর স্থানীয় পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে লোকজন আগুন নেভাতে সক্ষম হয়। খবর পেয়ে দিরাই পৌরসভার মেয়র আজিজুর রহমান বুলবুল ঘটনাস্থলে আসেন। এ সময় তিনি জানান, আগুন লাগার পর আমরা নেভাতে ব্যস্ত হয়ে পড়ি, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছেনা।
এদিকে তুলার কারখানায় আগুন লাগায় সব সম্ভল হারিয়ে অজ্ঞান হয়ে পড়েন দোকানের মালিক মোঃ ফারুক মিয়া। বেশ কয়েকটি সূত্রে জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ২০ লাখ টাকার হবে।