শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : তিন বন্ধু একটি দেশে বেড়াতে গেল। তারা সেখানে একটি হোটেলের ৭৫ তলায় রুম ভাড়া করল। তবে হোটেলের নিয়ম অনুযায়ী রাত ১২টায় লিপ্ট বন্ধ থাকে। একদিন তারা বের হল। কিন্তু তারা ফিরতে একটু রাত হল। হোটেলে এসে দেখে লিপ্ট অপ। তারা চিন্তা করতে লাগল ৭৫ তলা হেঠে কেমনে উঠবে। পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল। তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল। তার গল্প শেষ হতে হতে তারা ২৫ তলায় অবস্থান করে! এরপর আরেক জন গান করা আরম্ভ করল। দেখে ৫০ তলায় গিয়ে তার সব গান শেষ। এখন কি করা যায়? তারপর অন্যজন শুরু করল তার দুঃখ-কষ্ঠের কথা। তার সব ঘটনা যখন বলা শেষ হয় তখন তারা ৭৫ তলায় গিয়ে পৌছে। তারা যখন দরজা খুলতে গেল দুর্ভাগ্যক্রমে দেখা গেল চাবিটা রেসিপশানের কাছে রয়ে গেছে। তবে এখনকি আর সম্ভব নিচে গিয়ে চাবি নিয়ে আশা? তেমনিভাবে আমরা জীবনের ২৫ বছর কাটিয়ে দিয় লেখাপড়া করে। আর ২৫ বছর কাটিয়ে দিয় চাকুরী বা ব্যবসা-বাণিজ্য নিয়ে। আর বাকী ২৫ বছর অথবা যা সময় বেঁচে থাকি তা কেটে যায় ছেলে-মেয়ের বিয়ে এবং বিভিন্ন রোগের ডাক্তারের কাছে ছুটাছুটি করে। জীবনে প্রতিষ্ঠিত হয়ার জন্য আপনি-আমি হয়তো এতো কিছু করতেছি। কিন্তু আখেরাতের ঐ কঠিন দিনে নিজেকে বাঁচানোর জন্য যদি দুনিয়াতে এখন থেকে কিছু না করি তাহলে কষ্ঠ করে ঐ তিন বন্দুর মত গন্তব্যে পৌছাব, কিন্তু ঐ জান্নাতের চাবিটা দুনিয়াতেই থেকে যাবে। তিন বন্ধু যেমেন নিদিষ্ট লক্ষে গিয়েও আপসোস করতেছে। ঠিক তেমনিভাবে কাল কিয়ামতের দিনও আপনার-আমার হয়তো আপসোস করা ছাড়া উপায় থাকবে না। তাই আসুন আমরা শরীয়াতের সকল হুকুম-আহকাম মেনে চলি। নামাজ, রোজা, যাকাত, হজ্জ যথাযথভাবে আদায় করি। এছাড়া কোন অন্যয় কাজ করলে আল্লাহর কাছে তাওবা করি। তাহলেই আমরা কিয়ামতের দিন মুক্তি পাব ইনশাআল্লাহ। সূত্র : লেখাটি জোসনা মাহমুদের ফেইসবুক থেকে নেয়া।