সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ভারতের পাঞ্জাবের উত্তরাঞ্চলীয় পাঠানকোটে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে হামলায় দুই সেনা সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় চারজন সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর জম্মু হাইওয়েতে হাই এলার্ট জারি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় গোলাগুলির এ ঘটনা শুরু হয়। দফায় দফায় হামলা-পাল্টা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এনডিটিভি জানিয়েছে, রাতে বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী সেনাবাহিনীর পোশাক পরে পাঠানকোটে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়। এতে গুলি বিনিময়ের সময় এ হতাহতের ঘটনা ঘটে। তবে যেখানে মিগ-২৯ ফাইটার জেট রাখা হয় সে স্থানটি নিরাপদ রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।