শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, চলতি বছরই দেশে চালু হচ্ছে ফোর জি ইন্টারনেট নেটওয়ার্ক। ইন্টারনেট সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যান্ড উইথের মূল্য সহজলভ্য করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোবাইল নেটওয়ার্কের নতুন নতুন সেবা গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে। শনিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারের নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এ মন্তব্য করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি ড. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, স্থানীয় সাংসদ খন্দকার আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মনিরা সুলতানা, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আহমেদসহ অন্যরা। পরে মন্ত্রী জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদর্শিত কুচকাওয়াজ উপভোগ করেন। শেষে বার্ষিক পুরস্কার বিতরণী পর্বে বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।