সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : রাজধানীবাসীকে ৫ জানুয়ারি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সন্ধ্যা সোয়া সাতটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। রিজভী বলেন, আগামীকাল মঙ্গলবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে মৌখিক অনুমতি দিয়েছে ডিএমপি। তিনি বলেন, ডিএমপি কমিশনার মৌখিকভাবে আমাদেরকে সমাবেশ করার অনুমতি দিয়েছেন। লিখিত অনুমতিপত্রও হাতে পেয়ে যাব। ডিএমপির পক্ষ থেকে সমাবেশে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়ারও আশ্বাসও দেয়া হয়েছে। রুহুল কবির রিজভী আরও জানান, ‘কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল এলাকার মধ্যে সমাবেশ সীমাবদ্ধ রাখার জন্যও ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে।’