সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত হাফেজ মাসুদুর রহমান (২০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যুর পর সকাল থেকেই উত্তাল হয়ে উঠে পুরো শহর। মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পরার পরপরই মাদরাসার শিক্ষক-শিক্ষার্ধীরা বিক্ষোভে ফেটে পড়ে। শত শত মাদরাসা শিক্ষক-ছাত্র হাতে লাঠি নিয়ে শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা সড়কের উপর কয়েকটি তোরণ ভাঙচুর করে। মুহূর্তেমধ্যে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় শহরে যান চলাচল। এ ঘটনার পর সকাল থেকে শহরে বিজিবি মোতায়েন করা হয়।
পুলিশ বিজিবি মোতায়েন থাকার পরও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, জেলা আওয়ামীলীগ অফিস, শিল্পকলা একাডেমী, ব্যাংক এশিয়া ভাঙচুর করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করে শহরে মাইকিং চলছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে।