সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : জাতীয়পার্টির কো-চেয়ারম্যান হিসেবে নিজের ছোট ভাই ও সাবেক মন্ত্রী জিএম কাদেরের নাম ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেন, ‘আমার অবর্তমানে পার্টির দায়িত্ব গ্রহণ করবে গোলাম কাদের, আমার ছোট ভাই।’ আজ রোববার রাতে রংপুর জেলা জাতীয়পার্টি কার্যালয়ে এ ঘোষণা দেন জাতীয়পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। রাত ৮টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের কার্যালয়ে আসেন সাবেক রাষ্ট্রপতি।
এইচএম এরশাদ বলেন, ‘যত দিন বেঁচে আছি, সে (জি এম কাদের) কো-চেয়ারম্যান হিসেবে থাকবে, আমার সঙ্গে। আমি চলে যাওয়ার পর সে দায়িত্ব গ্রহণ করবে। এটা হলো আসল ঘোষণা। আগামী কাউন্সিল মিটিংয়ে আমরা গঠনতন্ত্র সংশোধন করব।’ এইচএম এরশাদ বলেন, ‘আমরা ত্রিবার্ষিক সম্মেলন করি। তিন বছর পর পর। আমাদের মার্চে হওয়ার কথা। কিন্তু মার্চে আওয়ামীলীগের হচ্ছে, এপ্রিল মাসে আশা করব আমাদের সম্মেলন হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হবে জিএম কাদের আর সদস্য সচিব হবে রুহুল আমিন হাওলাদার।’
এইচএম এরশাদ পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাহী আদেশে আজ রোববার থেকে কো-চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরকে দায়িত্ব দিলেন বলেও সাংবাদিকদের জানান। এ সময় জিএম কাদের, রংপুর মহানগর জাতীয়পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।