রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের ছাতকে পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী ভণ্ড রহমত আলী তওবা করে জনরোষ থেকে রক্ষা পেলেন। এলাকার পঞ্চায়েতের কমিটি তওবা করার কথা বললে উত্তেজিত জনরোষ থেকে বাঁচতে ভণ্ড তাতে রাজি হন। গত রোববার মধ্যরাতে এলাকার মুসল্লিদের উপস্থিতিতে ভণ্ড রহমতকে গোসল ও অজু করিয়ে পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে কান ধরিয়ে মসজিদের চারদিকে তিনবার ঘোরানোর পর তওবা করানো হয়। এ সময় তার বাড়িতে রাখা বিভিন্ন প্রকারের ইসলাম ধর্মবিরোধী (জাদুটোনার) বই পুড়িয়ে ফেলা হয়। রহমত আলী পৌরসভার বাঁশখলা আবাসিক এলাকার মৃত আরব আলীর পুত্র।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টাকার ভাগাভাগি নিয়ে বোন আছিয়া বেগমের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কোরআন শরীফটি নর্দমায় ছুড়ে ফেলে দেয় ভণ্ডপীর রহমত। এ ঘটনার প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লিরা গত শনিবার রাতে ভণ্ড রহমত আলীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ ব্যাপারে ৪নং ওয়ার্ড কাউন্সিলর ধন মিয়া জানান, ছাতকের ইউএনও এবং সিলেটের সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, মুহাদ্দিস মাওলানা আব্দুল হাইর নির্দেশনা অনুযায়ী ভণ্ড রহমতকে তওবা পড়ানো হয়।