মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : জাতীয়পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির নবনিযুক্ত কো-চেয়ারম্যান গোলাম মো. কাদের এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির মুখপাত্র হিসেবেও দায়িত্ব প্রদান করেছেন। এরশাদের প্রেস এ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে জি এম কাদের অথবা এ বি এম রুহুল আমিন হাওলাদার মিডিয়াতে পার্টি সম্পর্কে বক্তব্য প্রদান করবেন। বিচ্ছিন্নভাবে কারও মন্তব্য, বক্তব্য বা বিবৃতি (কখনো কখনো নাম প্রকাশ না করার শর্তে) জাতীয় পার্টির বক্তব্য বলে বিবেচিত হবে না।