শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
সোহেল তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামে অর্ধ শতাধিক হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে রশিদ-সাফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সভাপতি গোলাম কবির আহমেদ চৌধুরী কম্বল বিতরণ করেছেন। সোমবার বেলা ১টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামের চৌধুরী বাড়িতে গ্রামের বিশিষ্ট মুরব্বী শরিফ উ্িদ্দনের সভাপতিত্বে ও ফয়ছল আহমদ চৌধুরীর পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রশিদ-সাফিয়া ফাউন্ডেশনের সভাপতি গোলাম কবির আহমেদ চৌধুরী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাংবাদিক সোহেল তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, বীরগাঁও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জুবায়ের আহমদ, সহকারি শিক্ষক মাওলানা ফয়ছল আহমদ, আল আমিন আল শাহি চৌধুরী, মুহিব উদ্দিন প্রমূখ। পরে অতিথিবৃন্দরা হাঁসকুড়ি গ্রামের অর্ধ শতাধিক হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।