শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম :
সংবাদ প্রকাশের জের ধরে সুনামগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সকালে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আল-হেলাল বাদি হয়ে দুই জনকে বিবাদি করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৬৭) দায়ের করেছেন। যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক আল-হেলাল বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। জানা গেছে, জেলা শহরের মহিলা কলেজ রোডের বাসিন্দা তোফাজ্জল হোসেন ও তার ছেলেকে জিডিতে বিবাদি করা হয়েছে। আল-হেলাল জানিয়েছেন, অতি সম্প্রতি বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে বিবাদি তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হাত-পা ভেঙ্গে গুড়িয়ে দেয়াসহ প্রাণনাশের হুমকি দেয়া হয় তাকে। এর আগে গতকাল রোববার সকালে তথ্য সংগ্রহ করতে গেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাকে হামলা চেষ্ঠা চালায় বিবাদি গং। কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারি ও উপস্থিত লোকজনের সহায়তায় তিনি রক্ষা পান বলেও জানিয়েছেন তিনি। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।