বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকর করতে জল্লাদদের টিমে থাকছেন জল্লাদ রাজু। তাকে কাশিমপুর কারাগার হাই-সিকিউরিটি দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় রাজুকে আনা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারারক্ষীদের প্রহরায় প্রিজন ভ্যানে করে এনে রাজুকে কারাগারের ভেতরে নেওয়া হয়েছে। কারা বিধি অনুসারে, একটি ফাঁসির রায় কার্যকর করতে সাতজন জল্লাদ অংশ নেন। তাদের প্রধান থাকেন একজন এবং সহযোগী জল্লাদ থাকেন ৬ জন। জল্লাদ রাজুর নেতৃত্বে নিজামীর ফাঁসির রায় কার্যকর করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে কারা সূত্র।