আমার সুরমা ডটকম :
অবশেষে অবসান হলো ৬৮ বছরের বন্দিদশার। ৬৮ বছরের বন্দিদশা কাটিয়ে আজ রাত ১২টা এক মিনিটে কার্যকর হয়েছে বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময়। ছিটমহলগুলোতে একসঙ্গে জ্বালানো হয়েছে ৬৮টি মোমবাতি। এর মধ্যে দিয়ে বিলীন হয়ে গেল এ দুটি দেশের ছিটমহল নামের বন্দিশালাগুলোর। মুক্তি মিললো এসব বন্দিশালায় দুঃসহ জীবন কাটানো প্রায় অর্ধলক্ষ মানুষের। এ ইতিহাস সৌহার্দ্য, ভ্রাতৃত্ব আর মানবতার ইতিহাস। ৬৮ বছর ধরে যাদের কোনো রাষ্ট্র ছিল না, ছিল না পরিচয়, সবাই যাদের চিনতো ছিটবাসী হিসেবে। এখন থেকে এই মানুষগুলো তাদের জাতীয়তার পরিচয় পাবেন। নাগরিকত্বের পরিচয় দেবেন গর্বে বুক ফুলিয়ে।