শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ভারতে রাজস্থান রাজ্যে তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ৬০ বছর আগে ভারতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৫০.৬ ডিগ্রি সেলসিয়াস। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে রাজস্থানের ফালোদি শহরে তাপমাত্রা উঠেছে ৫১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে নি। আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করে দেয়া হয়েছে আগামী দুদিন উত্তর এবং পশ্চিম ভারতে ‘প্রচ- তাপপ্রবাহ’ চলবে। ভারতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে সেটাকে ‘প্রচ- তাপপ্রবাহ’ বলে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়। প্রচ- গরমে ভারতে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছে। ইতিমধ্যেই প্রচ- গরমে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। গরমে মানুষ মারা গেছে দক্ষিণ ভারতের অন্ধ্র ও তেলেঙ্গানা রাজ্যে।
এদিকে, এই পূর্ব উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশেই এখন নেমেছে তুুমুল বৃষ্টি। বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে অন্ধ্রে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় রোয়ানু বাংলাদেশের দিকে এগোচ্ছে বলে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তারা বলছে এই ঝড় আগামীকাল শনিবার বাংলাদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে।