শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অভিন্ন নিয়োগ নীতিমালা ও আর্থিক বিধিবিধান প্রণয়ন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি অনুরোধ জানিয়েছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ রোববার ইউজিসি মিলনায়তনে দেশের ৩৭টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য, কোষাধ্যক্ষসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইউজিসির কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠানে এ অনুরোধ জানানো হয়। সভায় ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সরকারের প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান এবং ইউজিসি নীতিমালা সঠিকভাবে মেনে চলতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে ইউজিসি কোনো ছাড় দেবে না।
ইউজিসি চেয়ারম্যান সঠিকভাবে উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও তা যথাযথভাবে সময়মতো বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। সভায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে সভায় সম্প্রতি নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।