সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে অবৈধ সরকার পতনের আন্দোলনেক বেগবান করার লক্ষ্যে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শতাধিক যুবক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, দিরাই-শাল্লার সাবেক এমপি নাছির চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ উপলক্ষ্যে সম্প্রতি সুনামগঞ্জ শহরে লন্ডন প্লাজায় এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী সভাপতিত্বে এ্যাডভোকেট সালেহ আহমেদ ও আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপিতে যোগদান করেন মোঃ রুবায়েল আহমেদ, নুরুল হাবান, মোঃ শাহীন চৌধুরী, পারভেজ আহমেদ, তারেক পাঠান, মিজানুর রহমান, ওবায়দুল আহমদ, রুবেল আহমদ, ইব্রাহিম মিয়া, হুমায়ূন কবির, রায়হান মিয়া, মান্না আহমদ, জহুর আলী, ছোট মিয়া, সবুজ মিয়া, জাবেদ আহমেদ, ফখরুল ইসলাম, রাজু মিয়া, মিনহাজ মিয়া, মিফতা আহমদ, জুসেদ হোসেন, পাবেল আহমদ, মাহমুদুল হাসান, রায়হান আহমেদ, আফসারুল আমিন, রিপন আহমদ, ওয়াহিদ, রুবেল, বাবুল আহমদ, সেলিম, জাবেদ, আক্তার, কামরুল, লিখন, সুহেল, রুকন, সুমন, খোকন, কুনু, সাগর, বিজিত, সুহেল, জনি, ইকবাল, হৃদয়, বাসু, ইমন, জীবন, রাহুল, রায়হান, সোহান, তাজেল, সাজু, টিটু, তাহিনুর, নোমান, মাছুম, জাকির প্রমূখ।
সভাপতির বক্তব্যে নাছির চৌধুরী বলেন, বর্তমানে দেশে কোন জনগণের সরকার নেই। যে সরকার রয়েছে এটা পুলিশের সরকার। পুলিশ নিরাপত্তায় সুরঞ্জিত সেনরা জিয়া পরিবার এবং বিএনপির বিরুদ্ধে যা খুশি বলছেন, আজকের সুনামগঞ্জে যেভাবে তরুণরা সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে বিএনপিতে যোগ দিচ্ছে, তাতে মনে হচ্ছে নিরপেক্ষ সরকারের হাতে শেখ হাসিনা ক্ষমতা দিলেই দেশ থেকে সুরঞ্জিত সেনরা এবং আওয়ামীলীগ এদেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তিনি নেতা কর্মীদের আহ্বান জানান, সকল ভেদাভেদ ভূলে গিয়ে ঐক্যবদ্ধ বিএনপি গঠন করার জন্য। তিনি সকল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়কদের আহ্বান জানান, কাল থেকেই ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করার জন্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মাসুক আলম, নাদের আহমদ, আনিছুল হক, রেজাউল করিম, এ্যাডভোকেট আব্দুল হক, সোহেল আহমদ, আব্দুল্লা আল নোমান, এ্যাডভোকেট কামাল হোসেন, জাহির আহমেদ, সৈয়দ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ফরহাদ শাহ প্রমূখ। প্রেসবিজ্ঞপ্তি