রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার : সুনামগঞ্জ সদর উপজেলার অষ্টগ্রাম জামেয়া ইসলামিয়া ইমদাদুল উলুম শাখাইতি মাদরাসার দাওরায়ে হাদিসের উদ্বোধন উপলক্ষে রোববার এক দারসে বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামেয়ার মজলিসে শুরার সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বছিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দারস ও বয়ান পেশ করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন, আন্তর্জাতিক মুফাসিসরে ক্বোরআন আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান, জামেয়া কাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল (রহ) সিলেটের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কালাম যাকারিয়া।
জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম মুফতি আব্দুল মালিক। এ সময় উপস্থিত ছিলেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ বোর্ডের মহাসচিব ও জামেয়া শাখাইতির প্রধান শায়খুল হাদিস আল্লামা আব্দুল বাছিত বরকতপুরী, জামেয়া ইসলামিয়া দিরাইর মুহতামিম মুফতি শফিকুল আহাদ, রাজারগাঁও মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আরশাদ হোসাইন, মাওলানা আব্দুল করিম সাহেবজাদায়ে শায়খে গাজিনগরী, মাওলানা শায়েখ সিদ্দীক আহমদ মাহমুদপুরী, মাওলানা শায়েখ আব্দুস শহীদ জামালাবাদী।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উলুতুলু মহিলা মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা শাব্বির আহমদ, সুনামগঞ্জ মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, দরগাহপুর মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, মাওলানা আব্দুস শহীদ শায়খে কলকতখাঁ, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ রশীদ আহমদ, কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান, জামেয়ার শায়খুল হাদিস মাওলানা আব্দুল্লাহ খান, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা তাহির আহমদ জামলাবাদী প্রমুখ আসাতেযায়ে কেরাম।