সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উপজেলায় কর্মরত বেসরকারি সংস্থা সমূহের মাসিক বৈঠক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা অসীম সরকার, ইসলামিক রিলিফের মোঃ ইউনুস আলী, কেয়ারের মোশতাক আহমেদ খান, এএসডির নিপেশ পাল, কেয়ার এনএসির মোঃ আনিসুর রহমান, এফআইভডিবির জামাল উদ্দিন, ডাসকোর শিল্পী চক্রবর্তী, পপির বাবুল হোসেন, আইসিডিপির সুধাংশু দাস, দি হাঙ্গার প্রজেক্টের মুহাম্মদ আব্দুল বাছির সরদার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির (শরিক) সেন্টু মারক, ব্র্যাকের রফিকুল ইসলাম, কেয়ারের সিডিও আব্দুস শুকুর, কেয়ার জিএসকের তুলসী রাণী ভৌমিক, আইপাসের শামীম আহমদ সিদ্দিকী, হেলভেটাসের চম্পক রায়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বাস্তবসম্মত প্রক্রিয়ার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রকৃত উপকার হয় এমন উদ্যোগ গ্রহণ করলে সামাজিক চিত্র বদলে যাবে। অন্যথায় যতই আমরা মিটিং করিনা কেন, তাতে কাঙ্খিত ফলাফল আশা করা যায় না, সুতরাং সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।