শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের শাল্লা থেকে ১০ হাজার লিটার মদ আটক করেছে পুলিশ, তবে এর সাথে জড়িত কাউকে আটক করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুনামগঞ্জের শাল্লা উপজেলার কামারগাঁও থেকে গতকাল সিনিয়র সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) ছুরত আলমের নেতৃত্বে দিনব্যাপি অভিযান চালিয়ে ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ সময় গ্রামের রুবেল মিয়া, নুর হোসেন, মনছুর, আব্দুল আলী, সানেমান, মোহন ও আব্দুল হান্নানের বাড়ি থেকে ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার ও মদ তৈরীর কারখানা গুড়িয়ে দেওয়া হলেও কাউকে গ্রেফতার করা যায়নি। শাল্লা থানার এসআই সত্যজিৎ বাদি হয়ে ৭ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করেছেন। সিনিয়র সহকারি পুলিশ কমিশনার ছুরত আলম সাংবাদিকদের জানান, কুখ্যাত চোরের গ্রাম কামারগাঁও এখন মাদকের হাট হয়ে গেছে, ওরা বিষাক্ত ক্যামিকাল মিশ্রণের মাধ্যমে চোলাই মদ তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করছে। সামাজিক অবক্ষয়সহ যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। চোলাই মদ তৈরি ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।