মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দারুণ খেলছে বাংলাদেশের মেয়েরা। তাদের জয়রথ ছুটছেই। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল কৃষ্ণা রানী সরকারের দল। এবার কিরগিজস্তানকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশের মেয়েরা। আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামে বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে তারা। বারবার আক্রমণ শানিয়ে আদায় করে নিয়েছে দশটি গোল। দিশেহারা সিঙ্গাপুর শোধ দিতে পারেনি একটি গোলও। বড় জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন দলীয় অধিনায়ক কৃষ্ণা রানী সরকার। জোড়া গোল আদায় করে নিয়েছেন অনুচিং মোগিনী, শামসুন্নাহার। আর একটি করে গোল নামের পাশে যোগ করেছেন নার্গিস আক্তার, মার্জিয়া ও মারিয়া।