রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : দ্বিতীয় বৃহৎ জনগোষ্ঠী মুসলমানদের ব্যাংকিং খাতে যুক্ত করতে ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)’। গত সপ্তাহে সরকারের কাছে দেয়া বার্ষিক প্রতিবেদনে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। রিপোর্টে নির্দেশনা দিয়েছেন সদ্য প্রাক্তন হওয়া গভর্নর রঘুরাম রাজন। ইসলামিক ব্যাংকিং প্রতিষ্ঠার এ উদ্যোগ ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের আগের অবস্থান পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে ব্যাংকটি বলে এসেছে, ভারতে ইসলামিক ব্যাংকিং করতে হবে বিনিয়োগ তহবিল কিংবা সমবায় সমিতির মতো নন-ব্যাংক চ্যানেলে।
আরবিআই জানিয়েছে, সুদ এড়িয়ে কোন কোন সেবা দেওয়া যায়, তা নিয়েই সরকারের সঙ্গে আলোচনায় বসা হবে। এক্ষেত্রে অন্য পথে হাঁটতে গেলে সংসদে পাশ করাতে হবে নতুন আইন, যা কেন্দ্রের সাহায্য ছাড়া অসম্ভব। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিশ্বের সর্ববৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস ভারতে। সনাতন ধর্মাবলম্বীদের দেশটিতে ১৮ কোটি মুসলমান বসবাস করছে। সকলের জন্য ব্যাংকিং সেবার দরজা খুলতেই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে কাজ করে যাচ্ছে। অথচ মুসলিমের সামনে এখনও বন্ধ সুদহীন ইসলামীয় ব্যাংকিংয়ের দরজা। যেসব মুসলিম এখনও থেকে যাচ্ছেন পরিষেবার আওতার বাইরে তাদের সংযুক্ত করতেই এ উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির সরকার।