বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
পাকিস্তান জমিয়তের জেনারেল সেক্রেটারির সাথে ইউ.কে জমিয়তের বৈঠক ইউকে জমিয়তের সম্মেলনে জুনায়েদ আল হাবীব : স্বাধীনতা, ইসলাম আর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নেই জাতিসংঘের তথাকথিত মানবাধিকার অফিস বাংলাদেশে হতে দেওয়া হবে না: সুনামগঞ্জ জেলা জমিয়ত জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিল করতে হবে: সিলেটে জমিয়তের গণমিছিলে বক্তারা পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতেই দেশ বিরোধী চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার: জমিয়ত দিরাই-মদনপুর সড়কে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ দিরাইয়ে পুকুরে কাইয়ুম ও হাওরে আসাদের লাশ উদ্ধার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মাওলানা শুয়াইব আহমদের সাথে মতবিনিময় আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: ইউকে জমিয়ত
৫২ বছরের সংসার, প্রতিদিন মিলিয়ে পোশাক পরেন তারা!

৫২ বছরের সংসার, প্রতিদিন মিলিয়ে পোশাক পরেন তারা!


dress3-800x450-1আমার
সুরমা ডটকম ডেক্সবলা হয়, যে দম্পতিরা মিলিয়ে পোশাক পরেন তারা একসঙ্গে জীবন কাটাতে পারেন। এ ধারণায় বিশ্বাসী ফ্রান গারগিওলা (৭৪) এবং এড গারগিওলা (৭৬)। আমেরিকার এই প্রবীণ দম্পতির সংসার ৫২ বছরের। তারা দুজনই সেই সময় থেকেই একই ধরনের পোশাক পরেন। একই রংয়ের টি-শার্ট বা অন্যান্য অ্যাকসেরসরিজে সজ্জিত দেখা যায় তাদের। ইতিমধ্যে ইন্টারনেটে আলোচনার বিষয় হয়ে উঠেছেন দুজনই। এ দম্পতির বিষয়টি সবার চোখে পড়ে যখন ১৭ বছর বয়সী নাতী অ্যান্থোনি গারগিওলা তাদের কিছু ছবি প্রকাশ করেন। তা টুইটে দেখা গেছে, তার দাদা-দাদু চারটি পোশাকে পোজ দিয়েছেন। সব ছবিতে তারা মিলিয়ে পোশাক পরেছেন। এ ছবিগুলো খুব দ্রুত টুইটারে ভাইরাল হয়ে যায়। ৮৪ হাজার লাইক পড়ে এবং ৪০ হাজার রিটুইট আসে। হলুদ ও কালোর সমন্বয়ে দারুণ পোশাক পড়েন তারা যার নাম দেওয়া হয় ‘দ্য বাম্বেল বি’। এই দম্পতির ছেলে রিচ জানান, এখন প্রত্যেকে তাকিয়ে থাকে তারা কি পোশাক পরবে তার দিকে। মেলানো পোশাক পরার কারণে তারা এখন রীতিমতো বিখ্যাত হয়ে উঠেছেন। কয়েক বছর আগে এক নাচের আয়োজনে দুজন এক পোশাকে উপস্থিত হলে তা সবার নজরে পড়ে। এখন তাদের নাতী তাদের বিষয়টি তুলে ধরছেন সোশাল মিডিয়ায়। প্রতি সকালেই সে দাদা-দাদীর একই রকম পোশাকের ছবি প্রকাশ করে। সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com