শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি উপজাতির মৃত্যু

সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি উপজাতির মৃত্যু

আমার সুরমা ডটকম :

 সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি উপজাতির মৃত্যু
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে জারিয়া মূর্মু (৩০) নামে এক বাংলাদেশি উপজাতির মৃত্যু হয়েছে। নিহত জারিয়া পোরশা উপজেলার মনহরপুর গ্রামের সম মূর্মুর ছেলে। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, গত তিন দিন আগে গরু আনতে জারিয়া মূর্মুসহ বেশ কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারতে যায়।
বৃহস্পতিবার ভোরে তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে সকলে পালিয়ে গেলেও জারিয়া মূর্মু তাদের হাতে ধরা পড়ে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা নৌকার বৈঠা দিয়ে মাথায় উপুর্যপরি আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় জারিয়া মূর্মু। তিনি আরও জানান, পরে নিহতের স্বজনরা বিষয়টি জানতে পেরে জিরো লাইনের দেড় কিলোমিটার অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় নিহত জারিয়ার লাশ উদ্ধার করে নিয়ে আসে। বিষয়টি নিয়ে বিজিবি’র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com