শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স :
ভারত মহাসাগরে বিধ্বস্ত মালেশিয়ান এয়ারলাইন্স বিমানের ধ্বংসস্তুপ থেকে সিটের বালিশ, জানালার কাচ ও অ্যালুমিনিয়ামের কিছু ধাতব বস্তু খুঁজে পাওয়া গেছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী তিওং লাই এ তথ্য জানিয়েছেন। পরিবহনমন্ত্রী তিওং লাই এএফপিকে বলেন, ‘আমরা জানালার কাচ, অ্যালুমিনিয়ামের কিছু ধাতব বস্তু খুঁজে পেয়েছি।’ পরে তিনি ওই বিমানের ধ্বংসাবশেষের কথা বলেছেন বলেই নিশ্চিত করেন। তবে এ জিনিসগুলো আসলেই এমএইচ৩৭০ এর ধ্বংসাবশেষ কি না, তা এখনো যাচাই করা হয়নি বলেও জানান তিনি।