মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: মায়ানমারে সংখ্যালঘু মুসলমানদের নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরের থানাপয়েন্টে বাদ জুমআ ‘মুসলিম তৌহিদী জনতা’-র ব্যানারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের দিরাই উপজেলা সংবাদদাতা ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মোঃ শাহআলম ও মহিউদ্দিন মিলাদ প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নানাভাবে মুসলমানরা নির্যাতিত ও নিপীড়িত, বিভিন্ন দেশে নারী-পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে, অথচ জাতিসংঘ আজ নীরব। যদি মুসলমান ব্যতিত অন্য কোন সম্প্রদায়ের লোকজন নির্যাতনের শিকার হয়, তখন জাতিসংঘ সোচ্ছার হয় উল্লেখ করে বক্তারা বলেন, প্রশাসনের মাধ্যমে জাতিসংঘের কাছে একটাই দাবি; তারা যেন অচিরেই মায়ানমারের মুসলিম গণহত্যা বন্ধ করে।