বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন
বাপ্পী বর্মন, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে কেন্দ্র করে জামালগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দু-গ্র“প পৃথক মিছিল সমাবেশ করেছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে একপক্ষ ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অপরপক্ষের মিছিল সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে সাচনা বাজার অস্থায়ী কার্যালয়ে স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনফর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম, মনির হোসেন, বিধান রায়, আলমগীর, আমান উল্লাহ, গোলাম হাসান আফিন্দি তাপস, গোলাম মোস্তফা, ইসমাইল প্রমুখ। অপরদিকে দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার নেতৃত্বে একটি মিছিল বের হয়ে সাচনা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা আল আমিন, মনির হোসেন, সমীর দেবনাথ, সুর্নিমল হালদার, মকবুল হোসেন, তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন, লিমন, আরিফ আলম লিমন প্রমুখ।