রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন
মাহবুব সালমান: ‘বার্মায় মুসলমানদের ওপর যে ধরণের জুলুম নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ না করলে দুনিয়ায় অচিরেই আল্লাহর গজব নেমে আসবে। খোদায়ী গজব হতে বিশ্বকে বাঁচাতে হলে অবিলম্বে রোহিঙ্গা নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে।’ ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বুধবার বিকালে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে বার্মায় মুসলিমদের ওপর গণহত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
শাখার সভাপতি মাওলানা সালমান আহমদ আফতাবীর সভাপতিত্বে, সেক্রেটারি ইমদাদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়ত সেক্রেটারি মাওলানা অনোয়ারুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ত্বাহা হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জমিয়তের যুগ্ম-সম্পাদক মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরী, সহ-সেক্রেটারি মাওলানা আলীনূর, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা আখতারুজ্জামান, সহ-সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, কেন্দ্রীয় যুব জমিয়ত সদস্য মাওলানা রেজওয়ান আহমদ, সদর জমিয়ত সেক্রেটারি মাওলানা রুকন উদ্দিন, সদর যুব জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল বারী, সদর যুব জমিয়ত সেক্রেটারি মাওলানা আরশদ নোমান, পৌর যুব জমিয়ত যুগ্ম-সম্পাদক মাওলানা ওয়েছ আহমদ, সদর যুব জমিয়ত যুগ্ম-সম্পাদক হাফিজ আবুহানিফা নোমান, ছাত্র জমিয়ত সদর উপজেলা সহ-সভাপতি সোহাইল আহমদ ইয়াহইয়া, ছাত্র জমিয়ত সদর উপজেলা সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সদর ছাত্র জমিয়ত সহ-সেক্রেটারি মুশতাক আহমদ খান প্রমুখ।