বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন সরেজমিনে পরিদর্শন করার জন্য অং সান সুচিকে আহ্ববান জানিয়েছে জাতিসংঘ। শান্তিতে নোবেলজয়ী সু চির প্রতি বৃহস্পতিবার এ আহ্বান জানিয়েছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার। রোহিঙ্গা মুসলমানদের পরিস্থিতিতে সুচির হস্তক্ষেপ চেয়েছেন বিজয় নামবিয়ার। তিনি বলেন, স্থানীয় জনগণের নিরাপত্তায় ব্যবস্থা না নিয়ে অভিযান পরিচালনায় আন্তর্জাতিক পর্যায়ে হতাশার সৃষ্টি হয়েছে।
রাখাইন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সেনা ও পুলিশ সহিংস অভিযান চালাচ্ছে। এই অভিযান বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হচ্ছেন সুচি। গত ৯ অক্টোবর মিয়ানমায়ের কয়েকটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পুলিশের নয়জন সদস্য নিহত হওয়ার পর রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে দেশটির প্রশাসন সহিংস অভিযান চালায়। এ অভিযানে সৃষ্ট পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে সুচি। তবে সুচি সরকার দাবি করেছে, রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: এএফপি