শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: দিরাইয়ে ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতিনিধি ও জনগণের সাথে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ আলোচানসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন চেয়ারম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরেরকাগজ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, দৈনিক মানবজমিন, শ্যামল সিলেট ও সুনামগঞ্জের খবর প্রতিনিধি আবুহানিফ চৌধুরী, দৈনিক নয়াদিগন্ত ও জালালাবাদ প্রতিনিধি ইমরান হোসাইন, কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার আনিসুর রহমান সোহাগ, এনজিও প্রতিনিধি শুকুর মোহাম্মদ, লাকী খাতুন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর দিরাই উপজেলা সমন্বয়কারী মোঃ মাহবুব হোসেন, ইউপি সদস্য দুলাল মিয়া ও ইউপি সচিব আব্দুল্লাহ প্রমুখ।