শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: ‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’ শ্লোগানে ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জের দিরাই পৌরসভাস্থ বাসস্টেশনে বুধবার বাদ আছর দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাব্বির আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, দৈনিক ইনকিলাব দিরাই উপজেলা সংবাদদাতা ও আমার সুরমা ডটকম সম্পাদক মাহম্মদ আব্দুল বাছির সরদার, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, দিরাই পৌরসভা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দিরাই-মদনপুর সড়কটি যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়লেও স্থানীয় প্রশাসন এদিকে কোন দৃষ্টি দিচ্ছেনা, ফলে দিন দিন এ রাস্তায় চলাচলে সাধারণ মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্ভে এই রাস্তাটি মেরামত করে জনদুর্ভোগ লাঘব করতে হবে, অন্যথায় এলাকার জনসাধারণ এই সড়ক সংস্কারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।