শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের নারীনেত্রী ও ইয়ূথ লিডারদের সাথে শুক্রবার দুপুরে টিএইচপির অফিসে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ আয়োজিত ‘ভিটামিন-এ যুক্ত ভোজ্যতেল’ ও ‘আয়োডিনযুক্ত লবণ’ বিষয়ক জনসচেতনতামূলক এক বৈঠক অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর দিরাই উপজেলা সমন্বয়কারী মোঃ মাহবুব হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন নারীনেত্রী মোছাঃ সেলু বেগম, মালতী রাণী দাস, সাবেক মেম্বার মোছাঃ মজিদা খাতুন, দিপ্তীরাণী দাস, মোছাঃ রেহানা পারভীন আঙ্গুরা, মোছাঃ রাজিয়া বেগম, মোছাঃ আছমা বেগম, ইয়ূথ লিডার মোছাঃ বাবলী বেগম, মোছাঃ রিছনা বেগম, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনায় সরকার কর্তৃক ভোজ্যতেল আইন ও লবণের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।