আমার সুরমা ডটকম: জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও ৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিককে সতর্ক করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজেকুল ইসলাম দুই এমপিকে মৌখিকভাবে সতর্ক করেন। একইসঙ্গে নির্বাচনী বিধিমালা লঙ্ঘিত হয়, এমন কিছু না করার অনুরোধ করেন জেলা প্রশাসক। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুটের লিখিত অভিযোগের ভিত্তিতে এই দুই এমপিকে সতর্ক করেন নির্বাচন কমিশন। অভিযোগে বলা হয়, তারা সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এনামুল কবির ইমনকে বিজয়ী করতে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে প্রভাবিত করছে। এর আগে বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা পরিষদের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুট অভিযোগ করেন, ক্ষমতাসীন দলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও মুহিবুর রহমান মানিক বিভিন্ন জনসভায় ভোটার জনপ্রতিনিধিদেরকে নৌকায় ভোট দেয়ার ব্যাপারে প্রভাবিত করছেন, এমনকি ইমনের পক্ষে নির্বাচনী সভাতেও অংশগ্রহণ করেছেন।