শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৩৪ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: ‘স্থানীয় সরকার ব্যবস্থাকে স্বশাসিত ও শক্তিশালীকরণের লক্ষ্যে’ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে সম্প্রতি নবীগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্য (সংরক্ষিত আসন) ও পৌরসভার মহিলা কাউন্সিলরদের নিয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নারী উন্নয়ন ফোরামের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভনেত্রী ও উপজেলা পরিষেদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ২নং বড়ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিক মিয়া, ব্র্যাকের জেলা সমন্বকারী গৌতম চক্রবর্তী, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর হবিগঞ্জ জেলা সমন্বয়কারী এএসএম আখতারুল ইসলাম, হিসাব রক্ষক রনজিৎ মৃধা, ইউনিয়ন সমন্বয়কারী মোনাঈম চৌধুরী উজ্জ্বল, প্রবাল চন্দ্র গোপ ও শাহগুল আহম্মেদ কাজল।
সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমকে সভাপতি, ৬নং কুর্শি ইউনিয়নের রাজিয়া বেগমকে সম্পাদক, ১০নং দেবপাড়া ইউনিয়নের আয়েশা খানমকে সহ-সভাপতি, ১১নং গজনাইপুর ইউনিয়নের লিপি বেগমকে কোষাধ্যক্ষ করে কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া সাধারণ সদস্য হিসেবে ৬নং কুর্শি ইউনিয়নের নিলীমা আক্তার, ৯নং বাউসা ইউনিয়নের আশিকুল বেগম, ৫নং আউশকান্দি ইউনিয়নের শিবুরানী দেব, ১২নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের জামিনা আক্তার, ২নং বড়ভাকৈর ইউনিয়নের শাহিদা বেগম, ৪নং দীঘলবাগ ইউনিয়নের সাজিয়া বেগম, ২নং বড়ভাকৈর ইউনিয়নের রুপিয়া বেগমসহ মোট ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন। পরে নির্বাচিত কমিটি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে প্রতিশ্র“তি ব্যক্ত করেন। অনুুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও ব্র্যাক।