সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে এক নারীকে নিয়ে। সম্প্রতি নাসা প্রকাশিত মঙ্গল গ্রহের দুটি ছবির একটিতে দেখতে পাওয়া গেছে এই নারীকে, দাবি সোশ্যাল মিডিয়ার ইউজারদের। এই নিয়ে মন্তব্যে মন্তব্যে ভরে যাচ্ছে সোশ্যাল ওয়াল। ইউজারদের জল্পনা, নাসা প্রকাশিত দুটি ছবিতেই রয়েছে প্রাণের স্পন্দন। একটিতে রয়েছে কাঁকড়া, অপরটিতে রয়েছে নারী। আর এ নিয়েই চলছে মন্তব্য- সত্যিই কি কোনো নারী আছেন মঙ্গল গ্রহে? কে তিনি? তিনি কি পৃথিবীর কেউ? নাকি ভিনগ্রহী প্রাণী? আবার কেউ কেউ ছবিতে নারী আকৃতির ওই বিশেষ প্রাণীকে ‘ভূত’ বলেও মনে করছেন। তাদের ধারণা, ছবিতে ধূসর প্রান্তরে ওই প্রাণীর হাত, মাথা বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক যেন মনে হচ্ছে কোনো নারী দাঁড়িয়ে রয়েছে। এ ছাড়া নাসার প্রকাশিত অন্য ছবিটি নিয়েও বেশ হইচই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে হলুদ রঙের বিস্তীর্ণ পাথুরে অংশের এক কোণে কিছু একটা দেখা যাচ্ছে। সেটাকেই কাঁকড়া বলে মনে করছেন তারা! তথ্যসূত্র : এনডিটিভি