বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার: সৌদিআরব নিবাসি বিশিষ্ট শায়খ হামদ বিন হুমাইদের অর্থায়নে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ‘জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল ঊলূম দরগাহপুর মাদরাসা’-এর নবনির্মিত মসজিদ শুক্রবার পবিত্র জুমআ নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন করা হয়। এ সময় হামদ বিন হুমাইদ, মাজদ বিন হামদ, মুহাম্মদ বিন হামদ, মাওলানা জুবাইর আহমদ বক্তব্য রাখেন। জুমআর নামাজের আগে অতিথিদের সম্মানে মানপত্র পাঠ করেন ‘জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল ঊলূম দরগাহপুর মাদরাসা-এর মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান শায়খে দরগাহপুরী। পরে তাদের প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়। মাদরাসা সূত্রে জানা যায়, ৬০ হাত দৈর্ঘ ও ৪০ হাত প্রস্ত তিন তলা ফাউন্ডেশনের এক তলা সম্পন্ন হতে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় দুই কোটি টাকা। মসজিদ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলিমের শুভাগমন ঘটে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দরগাহপুর মাদরাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম খান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা জুনাইদ আহমদ ও ‘আমার সুরমা ডটকম’ সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদারসহ মাদরাসার শিক্ষক-ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।