শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি:
দিরাইয়ে জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনীতিবিদদেরকে মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের প্রভাষকরা। বৃহস্পতিবার দুপুরে মিনিটে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভার মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন রায় স্বাক্ষরিত দিরাই প্রেসক্লাব সভাপতি বরাবরে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, কলেজ পরিচালনা কমিটির সদস্য প্রদীপ রায়, সাংবাদিক জিয়াউর রহমান লিটনসহ শিক্ষানুরাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও অবিলম্ভে মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।