বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
একটি সুস্থ জাতি গঠনে সবাইকে এক যোগে কাজ করতে হবে-ড. বদিউল আলম মজুমদার

একটি সুস্থ জাতি গঠনে সবাইকে এক যোগে কাজ করতে হবে-ড. বদিউল আলম মজুমদার

মুহাম্মদ আব্দুল বাছির সরদার: ‘একটি সুস্থ জাতি গঠনে জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণকে এক যোগে কাজ করতে হবে বলে অভিমত প্রকাশ করেছেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি আরো বলেন, আমাদের শরীরে বিভিন্ন ধরণের রোগব্যাধি বাসা বাঁধে, শুধুমাত্র অসচেতনতার কারণে নানা রোগে আক্রান্ত হতে হয়। অথচ সামান্য সতর্কতা অবলম্ভন করলেই এ সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তিনি বলেন, আমাদের খাদ্য তালিকায় অবশ্যই আয়োডিনযুক্ত লবণ ও ভিটামিন-এ সম্বৃদ্ধ ভোজ্যতেল থাকতে হবে। তাহলে আমাদের মধ্যে রাতকানা ও গলগণ্ড রোগ হবেনা, কমবুদ্ধি সম্পন্ন ও প্রতিবন্ধী শিশু জন্ম নেবেনা, পুষ্টিহীতনা কমে যাবে, এ সকল সমস্যা প্রতিরোধে সকল শ্রেণির লোকজনকে সচেতন করতে হবে। তিনি আরো বলেন, আমাদের সচেতনতাই পারে একটি আদর্শ সমাজ বিনির্মাণ করতে।’
‘ভিটামিন-এ সম্বৃদ্ধ ভোজ্যতেল’ ও ‘আয়োডিনযুক্ত লবণ’ বিষয়ে তৃণমূলে প্রচারাভিযানের অংশ হিসেবে গতকাল (রোববার) সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দি হাঙ্গার প্রজেক্টের সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ আব্দুল হালিমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্র“ভড নিউট্রিশন (গেইন)-এর প্রজেক্ট ম্যানেজার মনিরুজ্জামান মনির, চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজুয়ান হোসেন খান, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কদ্দুস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সুজন (সুশাসনের জন্য নাগরিক) কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দিলীপ বিশ্বাস, দি হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী মোঃ মাহবুব হোসেন, পূর্বপাগলা ইউনিয়ন সমন্বয়কারী ওবায়দুল হক মিলন, রফিনগর ইউনিয়ন সমন্বয়কারী মোঃ আনিছুর রহমান, ভাটিপাড়া ইউনিয়ন সমন্বয়কারী স্বাগতা রাণী দাস, চরনারচর ইউনিয়ন সমন্বয়কারী সুকুমার দাস, রাজানগর ইউনিয়ন সমন্বয়কারী দুলালী রাণী দাস, দিরাই সরমঙ্গল ইউনিয়ন সমন্বয়কারী স্বপ্না রাণী দাস, জগদল ইউনিয়ন সমন্বয়কারী জিলানী আহমদ, তাড়ল ইউনিয়ন সমন্বয়কারী মৌসুমী তালুকদার, কুলঞ্জ ইউনিয়ন সমন্বয়কারী মোঃ ইসহাক চৌধুরী, মুহাম্মদ আব্দুল বাছির সরদার ও সুজায়াত আহমদসহ রাজানগর ও করিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বারগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com