বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: ‘হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘জামালগঞ্জ উপজেলা হাওরপাড়ের সচেতন নাগরিকবৃন্দ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ। যুবলীগ নেতা কাশেম আখঞ্জীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোশারফ হোসেন, ছবর আলী, শুক্কুর আলী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকবাল আল আজাদ, যুবলীগ নেতা শিরীন তালুকদার, মানিক মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আমজাদ, যুবলীগ নেতা আবু তাহের তালুকদার, বিমল দে, তোফাজ্জ্বল হোসেন, নূরুল আমিন, উপজেলা ছাত্রলীগ আরিফ আলম লিমন, মেহেদী হাসান হিরা, তামিম রহমান চৌধুরী, শরীফুল আলম লিমন, সাদ্দাম হোসেন প্রমূখ। বক্তারা বলেন, এক ফসলী বৈশাখী ফসল রক্ষা করার জন্য স্থানীয় এমপি ও প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন। যদি বেড়ি বাঁধ রক্ষা না করা হয়, তাহলে হাওরপাড়ের কৃষক মানববেতর জীবন যাপন করবে। তাই আমাদের দাবি হাওরের বাঁধ রক্ষা করুন।