বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ (সুনামগঞ্জ): জামালগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষক হল রুমে সাবেক প্রধান শিক্ষক গুল আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুলতান আহমেদ ভূঁইয়ার পরিচালনায় আলোচনাসভা শেষে সকল শিক্ষকের সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদি ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমানকে সভাপতি ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রহিছ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নূর উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ আক্তার হোসেন, সম্মানিত সদস্য-আব্দুল হক, মোছাম্মদ তায়েবুন নেছা আফিন্দী, শাহজাহান মজুমদার, বাদল হাজরা প্রমুখ।