প্রতি বছর এই মৌসুমে প্রচুর পরিমাণে আম-কাঠালের ফলন হয়। কোন ধরণের পরিচর্যা ছাড়া প্রাকৃতিকভাবেই এই ফসল উৎপন্ন হয়ে থাকে। এবারও উপজেলায় আম ও কাঠাল গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে। ছবিটি দিরাই পৌরসভার দোওজস্থ মুন্নি ভিলা থেকে তুলেছেন সাংবাদিক মুহাম্মদ আব্দুল বাছির সরদার।