বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলার হালাবাদী গ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর দিবাগত রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত হালাবাদী গ্রামের বিবাহিত ও অবিবাহিত এই দুই ব্যাতিক্রমী টিমের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হালাবাদী গ্রামসহ পার্শ্ববতী গ্রামের প্রায় হাজার খানেক দর্শক উপস্থিত থেকে এই ঐতিহ্যবাহী খেলার খেলোয়ারদের উৎসাহ দেন এবং উক্ত খেলাটি খুব আনন্দের সহিত উপভোগ করেন। জানা যায়, বিবাহিত দলের দলনেতা আনোয়ার হোসেন ও অবিবাহিত দলের দলনেতা মোঃ বুরহান উদ্দিন। আনোয়ার হোসেন বলেন, আমরা ছোটকালে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাতাম। এখনকার ছেলেমেয়েরা প্রায় ভুলেই গেছে। তারা পাঠ্য বইয়ের পাতায় এই ঐতিহ্যবাহী খেলা সর্ম্পকে জানতে পারে। তাই আমরা এই খেলার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলার সাথে পরিচিত করতে চাই। খেলায় বিজয়ী হয়েছে বিবাহিত দল। পুরস্কার হিসেবে প্রত্যেক খেলোয়ার ১টি করে সাবান উপহার পান।