জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের উদ্যোগে গত ১৬ আগষ্ট শনিবার পূর্ব লন্ডনের হাসানাহ সেন্টার মিলনায়তনে প্রাণবন্ত একটি নাত ও নাশীদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বখ্যাত শায়ের ও কবি পাকিস্তানের সৈয়দ সালমান গিলানী তাঁর হৃদয়াপ্লুত ও চিত্তাকর্ষক কন্ঠে নাত ও নাশীদ পরিবেশন করেন।
শুরুতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম প্রধান মেহমান সৈয়দ সালমান গিলানীর পরিচিতি উপস্থাপন করেন ও স্বাগত বক্তব্য দেন। প্রোগ্রাম সফল করে তুলতে ইউ.কে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ বিশেষ ভূমিকা পালন করেন।
সৈয়দ সালমান গিলানী মদীনা শরীফে দ্বিতীয়বার হাজিরা দান কালে যে হৃদয় নিংড়ানো না’তে রাসূল উপস্থাপন করেছিলেন, তা মাহফিলে পেশ করলে উপস্থিত সকলের মনে নবী প্রেমের এক নতুন মাত্রা যোগ হয়। আলেম উলামার সমালোচনার জবাবে ও সালমান গিলানী কিছু পংক্তি মালা উপস্থাপন করে মাহফিলের পরিবেশ কে রসাত্মক করে তোলেন।
নাশীদ সন্ধ্যায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, লন্ডন রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতীব শায়খ কাজী লুৎফুর রহমান, ইউ.কে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, আল-ইহসান একাডেমী লেষ্টার-এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি হিফজুল করীম মাশুক, মাওলানা নাজিমুদ্দীন ও মিম্বার একাডেমীর ইমাম শায়খ কাজী আবদুর রহমান, ইউ.কে জমিয়ত লন্ডন মহানগর শাখার জেনারেল সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউ.কে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউ.কে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়া, হাসানাহ সেন্টার মসজিদের ইমাম মাওলানা হাফিজ আরশাদ হুসাইন, মাওলানা রেজা বিন সাদিক, বিশিষ্ট আলেম মুফতি আমানুল্লাহ প্রমুখ।
প্রোগ্রাম শেষে বিশেষ মেহমানদের জন্য নৈশভোজের আয়োজন ও করা হয়। আপ্যায়ন শেষে সৈয়দ সালমান গিলানী পুনরায় নাত পরিবেশন করেন ও নাশীদ সন্ধ্যা উপলক্ষে দৃষ্টিনন্দন পোষ্টার তৈরি করায় মুহাম্মদ আতাউল মুহসিন বিন মুফতি আবদুল মুনতাকিম-এর প্রশংসা করে তাৎক্ষণিক কিছু পংক্তিমালা আবৃত্তি করেন। সব শেষে তিনি উপস্থিত সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করেন।