মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম: প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। বেলা সোয়া দুইটার দিকে ধর্মঘট আহ্বানকারী শ্রমিকনেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, পিকআপ ড্রাইভারের সাথে অপ্রীতিকর ঘটনার জেরে শুক্রবার রাতে পুলিশ মেন্দিবাগ মাইক্রোবাস অফিসে হামলা চালায়। এতে তাদের ৫ জন শ্রমিক গুরুতর আহত হন। শ্রমিকদের ওপর হামলা ও ওসির প্রত্যাহারের দাবিতে রাতেই ধর্মঘট আহ্বান করা হয়েছে। তবে দুপুরে প্রশাসনের সাথে আলোচনার পর বিষয়টির সমাধানের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।