সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : বড়দিনের দুই দিন আগে সিলেট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই খ্রিস্টান ধর্মযাজককে প্রাণনাশের হুমকি দিয়েছে ‘জিএমবির’ নামে। এরা হলেন সিলেটের ক্যাথলিক চার্চের বিশপ বিজয় ডিএন ক্রুজ ওমি এবং শ্রীমঙ্গল মিশনের ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনো। মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল এসএমএসর মাধ্যমে এ দুজন হুমকি পান বলে পুলিশকে জানানো হয়। রাতেই সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় বিজয় এনডি ক্রুজ এবং শ্রীমঙ্গল থানায় সুব্রত বনিফাস পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে দিনাজপুর, রংপুর ও খুলনায় যাজকদের হুমকি দেওয়া হয়। শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বিশপ বিজয় এনডি ক্রুজের ব্যক্তিগত মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে একটি এসএমএস পাঠানো হয়েছে। পুলিশ হুমকিদাতাকে সনাক্ত করতে কাজ করছে বলে জানান ওসি। শ্রীমঙ্গল থানার এসআই মধূসূদন রায় জানান, মঙ্গলবার রাতে ফাদার বনিফাস একটি জিডি করেছেন। এখন চার্চে নিরাপত্তা পাহারা বসানো হয়েছে। ফাদার সুব্রত বনিফাস বলেন, সন্ধ্যা ৭টায় তার মোবাইল ফোনে (০১৭১৫০৯১০৯৩) হুমকির বার্তাটি আসে ০১৮৭৩১৪৯৫৮০ নম্বর থেকে। ইংরেজিতে লেখা ওই এসএমএসে প্রেরকের নাম উল্লেখ করা হয়েছে জামান মজুমদার। তার পরিচয় লেখা হয় ‘ইন্টারন্যাশনাল কো অর্ডিনেটার ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)’।