বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৩০ অপরাহ্ন
আমার সুরমা ডটকম: সুনামগঞ্জের ধর্মপাশায় বাহার উদ্দিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম থেকে শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। বাহার উদ্দিন কান্দাপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
বাহারের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যায় বাহার। সকালে তার ঘরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পেছনে একটি গাছের ডালে গলায় রশি দিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।