বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
খালেদ আহমদ (মৌলভীবাজার): মৌলভীবাজারে একটি ডায়াগনষ্টিক সেন্টার থেকে এক ভূয়া ডাক্তারকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় তাকে এক মাসরে কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শহরের শ্রীমঙ্গল সড়কে আইকন মেডিকেল সার্ভিস এর বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার থেকে রোগী দেখার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমান আদালত এক ভূয়া ডাক্তারকে আটক কর। ভূয়া ডাক্তার মোস্তাফিজুর রহমান গত তিন মাস ধরে এই চেম্বারে বিশেষজ্ঞ ডা. পরিচয়ে রোগী দেখে আসছিলেন।
৫০০ শত টাকা ফি নিয়ে চিকিৎসার নামে রোগীরা প্রতারিত হওয়ার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। তার আসল নাম রকিবুল ইসলাম। কুমিল্লার হোমনা উপজেলার নিলুখী গ্রামে তার বাড়ী। অভিযোগের সত্যতা প্রমান পাওয়ায় তাকে এক মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
আইকন ডায়াগনস্টিক সেন্টার সূত্র জানায়, তার সঠিক নাম রাকিবুল ইসলাম ও তার ভুয়া নাম ডা. মোস্তাফিজুর রহমান বলে আইকন ডায়াগনস্টিক সেন্টারে সে দেড় মাস আগে চাকরি নেয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে কোন সনদপত্র তখন সে দেয়নি। রমজান মাসের পরে সনদপত্র দিবে বলে সময় নেয়। কিন্তু রমজানের পরেও ঐ ডাক্তার সনদপত্র দিতে পারেনি। অবশেষে আজ শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি র্যাব-৯ শ্রীমঙ্গলকে অবগত করলে তারা র্যাবের সদস্যরা ঐ ভূয়া ডাক্তারকে গ্রেফতার করে।