রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সাইফ উল্লাহ, বিশেষ প্রতিবেদক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের টিম সদস্য নির্বাচন পরিচালনা কমিটি ও সাবেক যুগ্ম-সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু গণসংযোগ করেছেন। মঙ্গলবার সকালে তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। উপজেলার জয়শ্রী, সানবাড়ি, বড়ই, সুখাইর রাজাপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলীহার, মোঃ শরীফ, তৌহিদুর রহমান, অসীম তালুকদার, আতাউর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, জয়শ্রী ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন, যুবলীগ সভাপতি গৌতম তালুকদার, গাবী গ্রামের তরিকুল ইসলাম, চন্দন তালুকদার, চয়ন তালুকদার, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, গোলাম কাদির, মোঃ সেলিম, রফিকুল ইসলাম টিটু, মোঃ নজরুল, মোঃ জজ মিয়া, আব্দুল মোতালিব, ছাত্রলীগ নেতা জোবায়ের আহম্মেদ, মোঃ হিমেল মিয়া প্রমুখ। গণসংযোগকালে বিনয় ভূষণ তালুকদার ভানু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয় করতে হবে; নতুবা দেশ আরও ১০ বছর পিছিয়ে যাবে। তাই ইউনিয়ন নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করার জন্য ছুটে এসেছি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মনোনীত করলে এই আসন তাকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব।