শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগের জন্মদিন উপলক্ষে এক আনন্দর্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসনসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আব্দুল কাদির চত্বরে এক পথসভায় মিলিতি হয়। উপজেলা শ্রমিকলীগ সভাপতি সাজ্জাদুর রহমান সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সামছুজ্জামান শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অলিমান তালুকদার, বন ও শ্রম বিষয়ক সম্পাদক আশক আলী, পলাই ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক ছয়ফুল আমীন, কৃষকলীগ সহ-সভাপতি আব্দুল আউয়াল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ মোশারফ হোসেন বাবলু, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি সেলিম আহমেদ মিঠু, উপজেলা মৎস্যজীবিলীগ সাধারণ সম্পাদক আবুল হায়াত, ইজিবাইক শ্রমিকলীগ ম্যানেজার নজমুল আমিন, জানকি, টাইগার মাসুদ, অনিল শীল প্রমূখ।