শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: শনিবার গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও ছাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ঝিংগাবাড়ী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব ইয়াহিয়া সিদ্দিকের পরিচালনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্তিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এহসানে এলাহী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, আব্দুল আহাদ কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খন্দকার বাহার উদ্দীন, সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান এখলাছ, গাছবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অাব্দুল মৌলা, ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুণ রশীদ।